টিকাটুলী কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। শিক্ষা, শৃঙখলাকে লালন করে প্রগতিশীল পৃথিবী গড়ার প্রত্যয় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইটের মাধ্যমে সকলের প্রতি রইল অভিনন্দন । এ প্রতিষ্ঠানের সকল সদস্য আধুনিক বিজ্ঞান সম্মত তথ্য প্রযুক্তিসমৃদ্ধ “ডিজিটাল বাংলাদেশ" গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
এই ধারাকে অব্যাহত রাখতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী সকলের সম্মিলিত প্রয়াস চিরকাল অটুট থাকবে । পড়ালেখার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণকে উৎসাহিত করা হয় ৷ মনের সংকীর্ণতা ও দৈন্যতাকে দূর করে সাদা মনের অধিকারী করে গড়ে তুলতে বর্তমান সরকারের সঙ্গে আমরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি । ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ় প্রত্যয়ী ।
মোঃ লুৎফর রহমান , প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)